জগন্নাথপুরে ফোকাস টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



জগন্নাথপুর প্রতিনিধিঃ

ফোকাস  টিভি আপনার ভাষায় কথা বলে ”এই স্লোগান নিয়ে সমগ্র ইউরোপে ফোকাস  টিভি, বাংলা ভাষায় এবং বাংলাদেশী মালিকানায় প্রথম  চ্যানেল হিসেবে অগ্রযাত্রা শুরু করে।   আমিনুল হক ওয়েছের সম্পাদনায় লন্ডনে ফোকাস  টিভি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং তা পূর্ণাঙ্গ সারা বিশ্বে বাংলা ভাষা,দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি প্রভৃতি তুলে ধরার প্রত্যয় নিয়ে ফোকাস টিভির কার্যক্রম শুরু এবং সেই লক্ষ্যে ফোকাস টিভি এখনো কাজ করছে। বাঙালি জনগোষ্ঠীর বাংলাদেশী সংস্কৃতির সাথে মেলবন্ধন, স্থানীয় রাজনীতি এবং সংস্কৃতির সাথে যুক্ত করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘ ১ বছর ধরে লন্ডনে ফোকাস টিভি সম্প্রচার ক্রমশ বিস্তৃত হয়ে পুরো ইউরোপে ছাড়িয়ে গেছে। ফোকাস টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের  জগন্নাথপুর পৌরসভার সম্মেলন কক্ষে আজ ৩১ মে সকাল ১১ টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষকী পালন করা হয়েছে। জগন্নাথপুর  পৌর মেয়র  আক্তারুজ্জামান আক্তার, কেক কেটে  উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র সাফরুজ ইসলাম, প্যানেল মেয়র মহিলা বাহার জান বেগম, কাউন্সিলর  শফিকুল হক, সুহেল মিয়া, কৃষ্ণ চন্দ্র  চন্দ্র, কামাল উদ্দিন, গ্রামীন লিংক ফাউন্ডেশনের সদস্য কাহের আরিফ। আবুল কালাম আকন, জগন্নাথপুর বাজার ব্যবসায়ী রাজন দাস প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন জগন্নাথপুর বাজারের উজ্জ্বল গার্মেন্টসের স্বত্বাধিকারী রাজন দাস, ও গ্রামীন লিংক ফাউন্ডেশন, জগন্নাথপুর।



*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন