আমিনুর রহমান জিলু
বাংলাদেশের গৌরব ইতালীর মিলান শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও আজকের আলো ডটকম পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাব্বির আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক মোবাইল বার্তায় তিনি বলেন, আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি বলেন, আমরা যারা প্রবাসে আছি দিনরাত কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠাই, পরিবার পরিজনের কতশত মায়া মহব্বত বিসর্জন দিয়ে বিদেশে পড়ে আছি, এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মেলে ধরবো বলে। তাই আমি প্রথমেই আমার প্রবাসী ভাইদের স্মরণ করি এবং গভীর শ্রদ্ধা জানাই তাদের প্রতি। আমি আরো ও শ্রদ্ধা জানাই দেশের মাটিতে যারা হাড়ভাংগা খাটুনি খেটে আমার এই সোনার বাংলা গড়তে বিশেষ অবদান রাখছেন। তিনি আরো বলেন
বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরবচ্ছিন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।
সাব্বির আহমেদ আরও বলেন, করোনাভাইরাসের মহামারিতে এখন বিশ্ব সম্প্রদায়ের মধ্যে এখন বিরাজ করছে নিরানন্দ, ভয় ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমি কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি। তিনি বলেন, পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।