আহমেদ হোসাইন ছানু, ঢাকা অফিসঃ
মাদারীপুরের বাংলাবাজারে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক। আজ বুধবার দুপুরে আলাদা আলাদা ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান সাংবাদিকদের জানান, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে দুপুর দুইটার দিকে পদদলিত হয়ে চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে রো রো ফেরি শাহ পরানে পায়ের নিচে পড়ে একজনের মৃত্যু হয়। পুলিশ ও ঘাট সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে রো রো ফেরি শাহ পরান শিমুলিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে রওনা হয়ে বাংলাবাজার পৌঁছায় দুপুর ১২টায়। ফেরিটি বাংলাবাজার ঘাটের ৩নং পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে নামতে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। এ সময় পায়ের নিচে পড়ে আনচুর মাদবর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়। আনচুরের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কলিকাপ্রসাদ এলাকায়। তার বাবার নাম গিয়াস উদ্দিন মাদবর। আচনুর তার পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিল বলে জানা যায়।