নিজস্ব প্রতিবেদক
গ্যাস লাইন সংস্কার কাজের জন্য গত বৃহস্পতিবার (০৬ মে) সুনামগঞ্জ পৌর শহরে সকাল ৬ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এমন তথ্য দিয়ে গত বুধবার সারাদিন জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ মাইকিং করে এমন তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী সকাল ৬ টার সময় সুনামগঞ্জ পৌর শহরে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কথা রাখেনি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বিকাল ৫ টা পেরিয়ে গেলেও পৌর শহরের গ্যাসের দেখা মিলেনি শহরবাসীর। গ্যাস না থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। খোজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরে পাইপলাইনের সংস্কার ও গ্যাস সংযোগ লাইন মেরামতের কাজ করা হবে। এজন্য সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কিন্তু সময় পেরিয়ে গেলে তারা গ্যাস সরবরাহ চালু করতে পারেননি। পরে সন্ধ্যা ৭ টার দিকে দেওয়া হয় গ্যাস সংযোগ। সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, সকাল ৬ থেকে গ্যাস সংযোগ নেই, বাড়িতে গ্যাস না থাকায় বাইরে থেকে ৫ টাকার জিনিস ১০ টাকা দামে কিনে খেতে হয়েছে। পৌর শহরের বাসিন্দা আল হাবিব বলেন, গ্যাস সংযোগ ৫ টার সময় দেওয়ার কথা কিন্তু নির্ধারিত সময়ে তারা গ্যাস দেয়নি, গ্যাস না থাকায় বাসাতে কোন রকমের ইফতারের আয়োজন হয়নি পরে সন্ধ্যা ৭ টার দিকে পৌর শহরের গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। পৌর শহরের বাসিন্দা উরমিলা বেগম বলেন, গ্যাস কতৃপক্ষ মেরামতের নামে রমযান মাসে যে বেলকিবাজী দেখাল তা সারাজীবন মনে থাকবে। এটা তারা দায়িত্বের অবহেলা করেছে বলে আমি মনে করি। জালালাবাদ গ্যাস কর্মকর্তা মো. ওয়েস আহমদ বলেন, নির্ধারিত সময়ে গ্যাস সংযোগ দিতে না পেরে আমরা আন্তরিক ভাবে দুঃখিত, কিছু কাজ বাকী থাকায় গ্যাস সংযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।