সাংবাদিক রোজিনার উপর হামলার প্রতিবাদ: অবিলম্বে মুক্তির দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন


গোবিন্দ দেব, নিজস্ব প্রতিবেদক 

প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন, তার নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জগন্নাথপুর  সর্বস্ততের সাংবাদিকরা। আজ সকাল সাড়ে ১২   টার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে  এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে  জগন্নাথপুর  প্রেস ক্লাবের সভাপতিত্বে শংকর রায় । প্রথম আলো পএিকার জগন্নাথপুর প্রতিনিধি  অমিত দেবের পরিচালনায় বক্তব্য  রাখেন  জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম, উপজেলা  আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লুতফুল রহমান। যুবলীগ  নেতা সাইফুল ইসলাম রিপন। যুগান্তর পএিকার জগন্নাথপুর প্রতিনিধি সায়োয়ার হাসান সুনু। কালের কন্ঠ পএিকার জগন্নাথপুর প্রতিনিধি  আলী আহমেদ, আমাদের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, যায়যায় দিন পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জুয়েল আহমেদ। সাংবাদিক গোলাম  সারোয়ার। উপজেলা  ছাএলীগের ভারপ্রাপ্ত সভাপতি কলন্যান কান্তি রায় সানি। সহ সাংবাদিক  ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।সময় বক্তারা বলেন, ডিজিটাল রিাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হচ্ছে।প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক আবারও সেই কালো ইনের শিকার। শুধু মামলা দিয়েই ক্ষান্ত হয়নি ৬ ঘন্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। অবিলম্বে রোজিনার মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন