দিরাইয়ের গর্ব রাখি দাস -অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করলেন



গোবিন্দ দেব, নিজস্ব প্রতিবেদক

যে রাধে, সে চুলও বাঁধে। এই কথাটি যথার্থ প্রমাণ করলেন পরপর দুইবার বিসিএস উত্তীর্ণ- হাওর কন্যা রাখি রাণী দাস। তিনি সুনামগঞ্জের  দিরাই উপজেলার হারানপুর গ্রামের দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) রতি রঞ্জন দাস।  ও দিরাই উত্তর চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিপিকা দস্তিদার বড় মেয়ে রাখী রানী দাস, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। এরপর দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও একই বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি সম্পন্ন করেন। রাখী রানী দাস সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন আন্তবিশ্ববিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন তিনি। বর্তমানে তিনি সিলেট মহানগর পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন। মেধাবী এই হাওর কন্যা ৩১তম বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডার হিসেবে প্রথমে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সেখান থেকে ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকুরী জীবনে স্বীয় কর্মদক্ষতায় কুঁড়িয়ে নিয়েছেন অনেক সুনাম ও সাফল্য। হাওর অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে মেয়েদের সাফল্য খুব একটা পরিলক্ষিত করা যায় না, কিন্তুু তিনি সকল বাধা ও প্রতিকূলতা দূর করে সাফল্যের ধার প্রান্তে পৌছান। সমাজে পুরুষের চাইতে কোন অংশে পিছিয়ে নেই মেয়েরা তিনি তা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং অবহেলিত মেয়েদের সাহস যুগিয়েছেন। মেধাবী ও বিনয়ী এই নারী পুলিশ কর্মকর্তা  সিনিয়র এএসপি হইতে “অতিরিক্ত পুলিশ সুপার” পদে পদোন্নতি লাভ করেন। সুনামগঞ্জের দিরাই বাসী আনন্দিত।।  আপনাদের মাধ্যমে হাওর অঞ্চলের মানুষের বঞ্চনার অবসান হবে এটায় আমাদের প্রত্যাশা।।।রাখী রানী দাসের উত্তরোত্তর সফলতা কামনায় সবার আশীর্বাদ কামনা করেছেন তাঁর পিতামাতা রতি রঞ্জন দাস ও লিপিকা দস্তিদার।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন