কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু



কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ভোলাগঞ্জ উদয়ন সংঘ মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, ইউপি সদস্য মুজিবুর রহমান, ইউপি সদস্য দুলাল মিয়া প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ, ফাইজুর রহমান ও আকবর রেদওয়ান মনা। এ প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন দল নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। রোববার (৩০ মে) এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ শনিবার মোট তিনটি খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ইসলামপুর পূর্ব ও তেলিখাল ইউনিয়ন মুখোমুখি হয়েছে। ইসলামপুর পূর্ব ১-০ গোলে এগিয়ে রয়েছে। গোলটি করেছেন ১০ নম্বর জার্সিধারী সাব্বির।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন