জগন্নাথপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫ জনকে টং দোকান বিতরণ


গোবিন্দ দেব, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি দিয়ে আত্মনির্ভশীল জাতি গড়ে তুলতে ৫ জন ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ এবং কাঠ ও টিন দিয়ে তৈরি টং দোকান বিতরণ করা হয়েছে। ৩১ মে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় জগন্নাথপুরের ৫জন ভিক্ষুককে এই টং দোকান বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন প্রমুখ। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, জগন্নাথপুরকে ভিক্ষুকমুক্ত করতে জেলা প্রশাসকের অর্থায়নে আজ ৫ জনকে টং দোকান দেয়া হয়েছে। এছাড়া দোকানের মালামাল কিনতে প্রত্যেককে নগদ ৪ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন