জগন্নাথপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত-১৫: কয়েক রাউন্ড গুলি বর্ষনের অভিযোগ- থানায় মামলা দায়ের



মোঃ আব্দুল ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর উপর হামলা, প্রায় ১৫ জন আহত হয়েছে। ১৭ মে সোমবার বিকেলে উপজেলার পাইল গাঁও ইউনিয়নের রমাপতি পুর গ্ৰামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, মজলু মিয়া মনছুর মিয়া আখলাক মিয়া রাজু মিয়া ফিরোজ মিয়া ফয়ছল মিয়া আবু বক্কর আছলাম মিয়া আঃহাদী জাকির মিয়া হাছন মিয়া আলাউদ্দিন। আহতদের মধ্যে মজলু, মনছুর, আখলাক রাজু ও ফিরোজ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানাযায়,রমাপতি পুর গ্ৰামের মৃত মুক্তার মিয়ার ছেলে কাজল মিয়া গ্ৰামের রাস্তার পাশ থেকে মাটি কাটায় গ্ৰামবাসি বাধা প্রধান করায়, কাজল মিয়া গ্ৰামবাসীর উপর ক্ষুদ্ধ হইয়া নিরিহ গ্ৰামবাসীর উপর  আদিপত্য বিস্তারের লক্ষ্যে কাজল মিয়া দলবল ও আত্নীয় স্বজন নিয়া বার বার নিরিহ গ্ৰামবাসীর উপর হামলা চালায়। এরই বাহিকতায় গত ১৭/৫/২০২১ইংরেজি রোজ সোমবার, গ্রামবাসীর সাথে  সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় জগন্নাথপুর থানার ওসি তদন্ত মুসলেহ উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘর্ষের বিষয়ে ঐ রাতেই কাওছার মিয়া বাদি হয়ে কাজল মিয়াকে প্রধান আসামি করে ৫৮ জনের বিরুদ্ধে জগন্নাথপুর অফিসার ইনচার্জ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ, বিবাদীগন একদল মুক্ত উগ্ৰ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও খুনিয়া প্রকৃতির লোক। বিবাদীদের সাথে বহুদিন যাবৎ গ্ৰাম্য নানা বিষয়াদি নিয়া মামলা মোকদ্দমা ও মনোমালিন্য চলিয়া আসিতেছে।বিবাদিগন বাদীপক্ষে ঘায়েল করার উদ্দেশ্যে একের পর এক ঘটনা সংগঠিত করিয়া আসিতেছে। উক্ত শত্রুতার আক্রোশে বিবাদীগন বহুদিন যাবৎ নানা ভাবে প্রানে হত্যাসহ মারাত্মক ক্ষতি সাধনের হীন চেষ্টায় লিপ্ত তাকিয়া সুযোগের সন্ধানে থাকে। ঘটনার দিন অর্থাৎ ১৭/০৫/২০২১ইং রোজ সোমবার বিকেল সাড়ে চারটায় গ্রাম পক্ষের  ফয়ছল মিয়া আবদুস শহীদের দোকানে বাজার করার জন্য গেলে প্রতিপক্ষের বাচ্চু মিয়া, কাজল মিয়া,রিপন মিয়া,সুয়েব মিয়া,আনহার মিয়া, মইনুল মিয়া , মুন্না গং আব্দুস শহীদের দোকানে উপস্থিত ছিল।ঐ সময় কাজল মিয়া হুকুমে ফয়ছলকে মারপিট শুরু করলে তার চিৎকারে মজলু, মনছুর মিয়া, আখলাক মিয়া, রাজু মিয়া ও ফিরোজ মিয়া আগাইয়া আসিলে কাজল মিয়া আবার হুকুম দিয়া বলে ফয়ছলকে রক্ষা করার জন্য আসিয়াছে দুনিয়া থেকে তুলে ফেল। কাজলের এমন হাক ডাকের সাথে সাথে এজাহার ভুক্ত আসামিরা হাতে রামদা, লোহার রড,সুরবি, কুচার শলা, বন্ধুক ইত্যাদি নিয়ে আসিলে  আহতরা আত্মরকার্তে পার্শ্ববর্তী আলাউদ্দিন এর বাড়ির উঠানে হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে এবং আলাউদ্দিন এর বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে। জখমীগনের শোরচিৎকার শুনে গ্ৰাম্য লোকজন ঘটনাস্থলে আসিতে থাকিলে কাজল মিয়া ও সুয়েব মিয়ার হাতে থাকা বন্ধুক দিয়া কয়েক রাউন্ড গুলি ছোড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে এবং হুমকি দিয়ে চলে য়ায়। হামলার ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা রেকর্ড করা হয়েছে মামলা নং১৬ তারিখ ২১/০৫/২০২১ইং।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন