সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে বজ্রপাতে মােঃ আব্দুল বারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মােঃ আব্দুল বারী উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে। মঙ্গলবার (০৪ মে )সকালে দেখার হাওরে ঐ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজ সকালে নিহত মােঃ আব্দুল বারী তার পালিত গরু গুলোকে বাড়ির পাশে দেখার হাওরে ঘাস খাওয়াতে নিয়ে যান, পরে হটাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের কবলে পড়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই তিনি মারা যান। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের বড়ভাই মােঃ হােছন আলী ও মৃতার পরিবারের লােকজন সহ নিকট আত্নীয়রা বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য লিখিত ভাবে আবেদন করলে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুবরণ করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলােচনাক্রমে নিহতের বড়ভাই মােঃ হােছন আলীর নিকট মৃত মােঃ আব্দুল বারী (৫০) এর লাশ হস্তান্তর করা হয়েছে। এবং দোয়ারাবাজার থানার অপমৃত্যু মামলা নং ০৫