আজকের আলো'র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন- কে এম শহিদুল



নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইনে দেশের সর্বাধিক জনপ্রিয় নিউজ পোর্টাল "আজকের আলো"তে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও লন্ডনের জনপ্রিয় স্যাটেলাইট টিভি ওয়ান চ্যানেলের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম  

৩ এপ্রিল শনিবার দুপুরে পত্রিকার সুনামগঞ্জ অফিসে  তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন বরেণ্য সাংবাদিক কে এম শহিদুল ইসলাম আজকের আলোকে বলেন, নির্বাহী সম্পাদক ঘোষণা করায় তিনি জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, আজকের আলোর সম্পাদক  আমিনুর রহমান জিলু, প্রকাশক আহমেদ হোসেন ছানু ও আজকের আলো ডটকমের সাথে সম্পৃক্ত সকল কলা-কূশলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন আমি আরো ধন্যবাদ জানাই তাদের প্রতি, যাদের সহযোগিতা না পেলে আমি আজকে এপর্যন্ত আসতে পারতামনা, তারা হলেন প্রয়াত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী, মোহনা টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার , সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এ কে মিলন আহমেদ সহ আরো অনেকই।

২০০৯ সাল হতে তিনি সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুখোড় সাংবাদিক এ কে মিলন আহমেদ এর হাতে ধরে ক্রাইম নিউজ টুয়েন্টি ফোরে কাজ করে সাংবাদিক জগতে পদার্পণ করেন। পর্যায়ক্রমে তিনি সুনামগঞ্জের জনপ্রিয় হাওরাঞ্চলের কথা প্রিন্ট পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দীন এর সাথে দীর্ঘ ৪ বছর জনপ্রিয় টিভি চ্যানেল এস এ টিভির ক্যামেরা পার্সন হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার জন্ম ২৭ ডিসেম্বর ১৯৮৫ ইং সনে, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার হাসন নগরে। অর্থাভাবে উচ্চশিক্ষা গ্রহণ সম্ভব হয়নি তার ভাগ্যে। তার পরেও তিনি থেমে থাকেননি, দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন। কম্পিউটার প্রশিক্ষণেও রয়েছে তার যথেষ্ট দক্ষতা,  মাইক্রোসফট, ওয়ার্ড,  এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, গ্রাফিক্স এর কাজেও অভিজ্ঞ তিনি।

ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন, বড় হয়ে দেশের সৈনিক হবেন। দেশের জন্য নিজের সবচাইতে প্রিয় জীবনটাকে বিলিয়ে দেবেন। ২০২০ সালে আজকের আলো অনলাইন নিউজ পোর্টালের শুরু থেকেই তিনি এর সাথে সম্পৃক্ত ছিলেন। ২০১৪ সালে তিনি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে সাক্ষাত করেন। ইনু তার মাথায় হাত রেখে বলেন বাবা ভবিষ্যতে তুমি অনেক বড় হবে।

আজকের আলো'তে দায়িত্ব গ্রহণ করার পর দেশবাসী, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনের উদ্যেশ্য তিনি বলেন সকলের সহযোগিতা পেলে এই আজকের আলো অনলাইন নিউজ পোর্টালকে একদিন প্রিন্ট সংস্করণে পরিনত করবো ইনশাআল্লাহ। 




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন