কারাবান অফ মার্চি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ



মাইনুল হক খান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়  সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা ইউনিয়ন এর মুসলিমপুর  হযরত আবু বাকার সিদ্দিক  মাদ্রাসা ও এতিমখানায় কারাবান অফ মার্চি সংঠনের পক্ষ থেকে রমজান মাসের ইফতার সামগ্রী  বিতরণ করেন হযরত মাওলানা মুফতী আজিজুল হক সাহেব। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণের কাজ করছে কারাবান অফ মার্চি নামের এই সেবামূলক সংগঠনট ি। সমাজের অসহায় মানুষের মাঝে  ইফতার বিতরণ করাই সংগঠনটির লক্ষ্য। করোনার এই কঠিন সময়ে মুফতী আজিজুল হক সাহেব সংগঠনটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এসময় মুফতী আজিজুল হক সাহেব  বলেন, করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সংগঠনটি বেশ ভালো উদ্যোগ নিয়েছে। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। রমজান মাসের প্রথম সময় থেকে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রায় ৭০০ পরিবারের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করে এই সংগঠনটি।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন