স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে চারিদিকে চলছে গুঞ্জনের সুর। জানা যায় জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব ভবানীপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমেদ ২৬
গত ১৬ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজ আদায় করে বাড়ি ফেরেন, তারপর কিছু সময় ঘুমান, বেলা ৩ ঘটিকার সময় তিনি ঘটনাস্থল রাস্তার কাছে গেলে সুরুজ মিয়ার লোকজনের সাথে মাসুম আহমেদ এর হাতাহাতি ও দস্তা-দস্তির ঘটনা ঘটে, পরে এলাকার সালিসি ব্যাক্তিদের মধ্যস্থতায় রমজানের পরে বিষয়টি শেষ করবেন বলে সাময়িকভাবে এখানেই শেষ হয়। এসময় জগন্নাথপুর থানা পুলিশের একটি দল সভাস্থলে উপস্থিত ছিলো। এদিকে মাসুম আহমেদএর এমন মৃত্যু নিয়ে গ্রামের কিছু মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন। ঘটনার পরে মাসুম আহমেদ স্বাভাবিক ছিলেন, যদি গুরুতর কিছু হতো তাহলে তাৎক্ষণিক তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হতো, কিন্তু এমনটি আমরা দেখতে পাইনি, তিনি কিভাবে মারা গেলেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তারা বলেন, এটা আসলে আমরা জানিনা। যদি তদন্ত করা হয়, তবে আশা করি সত্য উদঘাটিত হবে। জানা যায় ইফতারের পূর্ব মুহূর্তে মাসুম আহমেদ ইফতার করতে বসলেও তার আর ইফতার করা হয়নি। তার অবস্থার অবনতি ঘটলে আত্মীয় স্বজনরা তাকে দ্রুত জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাবার পরামর্শ দিলে পথেই তার মৃত্যু হয় বলে জানান তারা। এই ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ৫৪ ধারায় সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। লাশ ময়নাতদন্ত করে সুনামগঞ্জ থেকে নিয়ে আসার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জগন্নাথপুর থানার উপ-পরিদশক এস আই রাজিব রহমান বলেন কি ভাবে মৃত্যু হয়ছে ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।