সাবজল হোসাইন, তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে আগামীকাল রবিবার (১৪ই মার্চ ) থেকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। দীর্ঘদিন অপেক্ষার পর পুরনোদের পাশাপাশি নতুন ভোটাররা পাচ্ছেন এ কার্ড। ভোটারদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে এটি নিতে হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলায় ৯ হাজার ৪'শ ৩২ জন ভোটার নতুন স্মার্ট কার্ড পাবেন।
শুরুতে রবিবার (১৪ই মার্চ) সকাল ১০ থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরপর ১৬ই মার্চ মঙ্গলবার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ, ২১ শে মার্চ রবিবার বাদাঘাট ইউনিয়ন পরিষদ, ২৩ শে মার্চ মঙ্গলবার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ, ২৫ শে মার্চ বৃহস্পতিবার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ, ২৮ শে মার্চ রবিবার বালিজুরী ইউনিয়ন পরিষদ এবং ৩০ শে মার্চ মঙ্গলবার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে ।
২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের মধ্যে যাদের জন্ম ০১.০১.২০০২ ইং সনে অথবা তার পূর্বে সে সকল ভোটারগণই পাবেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেতে হলে বিদ্যমান ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটার নিবন্ধন স্লিপ অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র অন্য কোনো ব্যক্তিকে দেয়া হবে না। নির্ধারিত সময়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে না পারলে পরবর্তী প্রতি মঙ্গলবারে তাহিরপুর উপজেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে হবে।
তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জরুল হক তত্ত্ব নিশ্চিত করে বলেন, তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়নে পর্যায়ক্রমে ৯৪৩২ টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। আগামীকাল ১৪ই মার্চ রবিবার থেকে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম শুরু করা হবে।