দক্ষিণ সুনামগঞ্জে লোকনাথ পূজাঁ দেখতে গিয়ে ছুরিকাঘাতে ১জন নিহত



কে এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে লোকনাথ পূজাঁ দেখতে গিয়ে প্রতিপক্ষের দাড়ালো চুরির আঘাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দিপু বিশ্বাস (৩৫) সে জয়কলস গ্রামের বাসিন্দা মৃত লাল মোহন দাসের ছেলে। এবং আহতরা হলেন একই গ্রামের মৃত কানাই বিশ্বাসের ছেলে জামিনি বিশ্বাস (৫৫), এবং রমন বিশ্বাসের ছেলে হামলাকারী রন বিশ্বাস (৩৬)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানায়ায় ঘটনার দিন একই গ্রামে গোরুপদ গোশ্বামীর বাড়িতে হিন্দু সম্প্রদায়ের লোকনাথ পুজাঁর অনুষ্ঠান চলছিল সেখানে বিভিন্ন গ্রামের মানুষের সমাগম হয় ঐ পূজাঁ মন্ডবে। দিপু বিশ্বাস সেখানে পূজাঁ দেখে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় দাড়ালো ছুরি হাতে রন বিশ্বাসের দিপু বিশ্বাসকে পথরোধ করে এবং দিপু বিশ্বাসের শরীরে ছুরি দিয়ে উপুর্যুপরি আঘাত করতে থাকে, এসময় দিপু বিশ্বাসের বোনের জামাতা জামিনি বিশ্বাস সঙ্গে ছিলেন থাকেও ছুরি দিয়ে আঘাত করে পাষন্ড ঘাতক রন বিশ্বাস। এসময় ঘটনাস্থলে দিপু বিশ্বাস মারা যান। এ 

বং জামিনি বিশ্বাস গুরুতর আহত হন। পরে এলাকাবাসী খুনী রন বিশ্বাসকে ঘন পিটুনি দিয়ে আহত করে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত দিপু বিশ্বাসের মরাদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।





*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন