আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের আলখানার পাড় বিদ্যুৎ সাব-ষ্টেশন সংলগ্ন ছায়ানীড় বেকারির মালিক নজরুল ইসলাম ৪৫ নামের এক ব্যাক্তি ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। জানাযায় বি বাড়ীয়া জেলার নবীনগর থানার মৃত মন্নান মিয়ার ছেলে নজরুল ইসলাম প্রায় ২০ বছর ধরে জগন্নাথপুরে বেকারীর ব্যবসা পরিচালনা করে আসছেন।
জগন্নাথপুর সিএ মার্কেট আব্দুল বারেক মিয়ার কলোনীতে স্ত্রী সহ ৫ মেয়ে ২ ছেলে নিয়ে ভাড়াটিয়া হিসাবে থাকেন। গত ১০ দিন ধরে নজরুলকে অনেক খোঁজাখুজি করে না পাওয়াতে নজরুলের স্ত্রী জোসনা বেগম জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন ( জিডি নং ১১৯৬) নজরুলের স্ত্রী জোসনা বেগম বলেন আমার স্বামী জগন্নাথপুরে ছায়ানীড় বেকারীতে আলমগীর মিয়া, আবুল কালাম, তাহিদ মিয়া, খায়ের মিয়া তারা ৫ জনে মিলি পাটনার হিসাবে ব্যবসা করে আসছেন। দেশের বাড়ী যাওয়ার আগে জগন্নাথপুরে রুমান নামক এক ব্যবসায়ী আমার স্বামীকে পাওনা টাকার জন্য আটক করেন। পরে ৫ হাজার টাকা দিয়ে ব্যবসায়ী পার্টনার আলমগীর মিয়া আমার স্বামীকে ছাড়িয়ে আনেন। এটা আমি আগে জানতামনা আমার স্বামী হারানোর ২ দিন পরে আলমগীর আমাকে জানায়। আমার ধারণা ব্যবসায়ী পাটনার আলমগীর জানেন আমার স্বামীর সন্ধান। আমি বিষয়টি পুলিশকে অবগত করেছি। নজরুলের ব্যবসায়ী পাটনার আলমগীর জানান, নজরুল জগন্নাথপুরে অনেক টাকা ঋণ করেছে মনে হয় সে ঋণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। জগন্নাথপুর থানার এস আই ছদরুল ইসলাম জানান, জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।