জগন্নাথপুরে সংঘর্ষ - আহত ১২



স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের  রমাপতিপুর গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে মাটি কেটে নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষর ঘটনায় ১২ জন লোক আহত হবার খবর পাওয়া গেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাবেক মেম্বার সহ দুইজনকে  আটক করে। এদিকে পুলিশ পৌছার পূর্বেই  সংঘর্ষে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং দুই জনকে আশংকাজনক অবস্থায়  সিলেট ওসমানি হাসপাতালে রেফার করার খবর পাওয়া গেছে। জানা যায় গতকাল ১২ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় জনৈক কন্ট্রাক্টর সরকারী রাস্তার কাজ করছিলেন সেই রাস্তার পাশে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে মাটি ভরাট করে সহযোগীতা করছিলেন। কিন্তু বাধ সাধেন সাবেক মেম্বার কাজল মিয়া ও তার লোকজন ।  তারা রাস্তার পাশ থেকে মাটি কেটে নেবেন বলে গ্রামের পঞ্চায়েত পক্ষের কয়েকজন ব্যাক্তির সাথে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে  সংঘর্ষ শুরু হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীরা জানান পুলিশ উভয় পক্ষের সাথে পরামর্শ করে আগামী রবিবার সালিশের মাধ্যমে উক্ত ঘটনা মিমাংসা করার চেষ্টা করছে। অন্য দিকে পঞ্চায়েত পক্ষের আকমল হোসেন জানান সন্ধ্যার দিকে আমি বাড়িতে ফেরার পথে রমাপতিপুর মসজিদের পেছন থেকে দেশীয় অস্ত্র নিয়ে রুমেন মিয়া, হুমায়ুন, আনহার, জুনেদ, আমির হোসেন, আজির হোসেন, আনর নামের কয়েকজন পুলিশের মিমাংসা চেষ্টাকে উপেক্ষা করে  তার উপর হামলা চালায়। পরে গ্রামবাসির সহযোগিতায় তিনি রক্ষা পান। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জগন্নাথপুর থানা পুলিশ জানায় বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, এ ঘটনায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 


 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন